ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৩, ২ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নাউরী গ্রামের তালতলা বাজারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হচ্ছেন, আমিশাপাড়া ইউনিয়নের নাউরী গ্রামের জাফর মাস্টারের ছেলে ফয়সাল (২০), আবুল বাসারের ছেলে আরমান হোসেন (১৮), দ্বীন মোহাম্মদের ছেলে মনির (৪৫), জাহাঙ্গীর আলমের ছেলে জিসান (২০), সহিদ উল্যাহর ছেলে শাহাদাত হোসেন (১৯) ও আজিজ উল্যাহর ছেলে মানিক (১৬)।

জানা গেছে, শুক্রবার বিকেলে আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে নাউরী গ্রাম ও খিলপাড়া গ্রামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে ওই খেলাকে কেন্দ্র করে নাউরী ও আমিরাবাদ গ্রামের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। 

এরই জের ধরে রাত সাড়ে ৮টার দিকে তালতলা বাজারে মঞ্জুরের নেতৃত্বে ফারুক, রায়হান, তারেকসহ ১৪-১৫ জন নাউরী গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। এতে ৬ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি