ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বরিশালে অগ্নিকাণ্ডে ১২ দোকান ভষ্মিভূত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৩, ২ অক্টোবর ২০২১

বরিশালের গৌরনদী বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান ভষ্মিভূত হয়েছে। মূহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকাল সাড়ে দশটার দিকে একটি লেপ-তোষক তৈরির দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মূহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ১২টি দোকান ভষ্মিভূত হয়।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ বেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি নিরুপণের চেষ্টা চলছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি