ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বন্ধুর সাথে বেড়াতে গিয়ে লাশ হলেন কলেজছাত্র

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৯, ৩ অক্টোবর ২০২১

আব্দুল্লাহ আল মাসুম (১৯)

আব্দুল্লাহ আল মাসুম (১৯)

Ekushey Television Ltd.

চট্টগ্রামের আনোয়ারায় বন্ধুর সাথে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো আব্দুল্লাহ আল মাসুম (১৯) নামের এক কলেজছাত্র। তার মৃত্যুর কারণ এখনও জানতে পারেনি পুলিশ। মাসুম আনোয়ারা সরকারি কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র।

শনিবার (২ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলা সদরের ইছামতি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ আল মাসুম আনোয়ারা সদর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউছুফের ছেলে।

মাসুমের বাবা ইউসুফ জানান, শনিবার রাত পৌনে ১১টার দিকে বন্ধু দীপ্ত দত্তের সাথে মোটরসাইকেলে ইছামতি এলাকায় যায় মাসুম। পুলিশ রাত পৌনে ২টায় ইছামতি এলাকা থেকে মাসুমের লাশ উদ্ধার করে। পরে বিষয়টি আমাদেরকে জানায় পুলিশ।

জানা গেছে, ঘটনাস্থল থেকে থানার দূরত্ব ৪০০ মিটারের মতো। নিহত মাসুমের গলা, কোমর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত মাসুমের বাবা আরও বলেন, আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। আমি মামলা করবো।

স্থানীয় মুদি ব্যবসায়ী মো. আনোয়ার মিয়া জানান, রাত ১০টার দিকে দীপ্ত ও মাসুম আমার কাজ থেকে প্লাস্টিক রশি কিনে মোটরসাইকেলে ইছামতি খালের দিকে যায়। সকালে শুনি মাসুম মারা গেছে।

আনোয়ারা সার্কেলের সহকারী এসপি হুমায়ুন কবির বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের পরে মৃত্যু কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি