ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাকের মধ্যে মারা গেল চালক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৬, ৩ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

বেনাপোল-যশোর সড়কের দীঘিরপাড় এলাকায় ট্রাকের মধ্যে কাজল হোসেন (৫৫) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে স্ট্রোক করে তিনি মারা যান।

রোববার (৩ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করে সহকর্মীরা। নিহত কাজল হোসেন ঝালকাঠি জেলার মৃত হোসেন আলী ফরহাদের ছেলে।

বেনাপোল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: শাহীন জানান, ভারতে রপ্তানির জন্য পণ্য নিয়ে ঢাকা মেট্রো ন-১১-৪৩৫৩ ট্রাকে গত ১০ দিন আগে বেনাপোল বন্দরে আসে কাজল হোসেন। জটের কারণে তিনি সড়কের পাশে ট্রাক রেখে এর মধ্যেই ঘুমিয়ে থাকতেন। আজ রোববার সকালে তাকে হেলপার আবুল হোসেন ডাকতে গিয়ে কোন সাড়াশব্দ না পেয়ে আশেপাশের ট্রাকের লোকজনকে ডাকেন। তারা এসে দেখেন কাজল হোসেন মারা গেছেন। 

ট্রাকের মধ্যে প্রচণ্ড গরমে স্ট্রোক করে মারা গেছেন বলে সবার ধারণা। ঘটনাটি ফোনে তার পরিবারের কাছে জানানো হয়েছে। তারা মরদেহ নিতে এ্যাম্বুলেন্স নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলে জানান ওই শ্রমিক নেতা।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় যোগাযোগ করা হলে এসআই মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি। বিষয়টি আমাদের জানা নেই। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি