ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

কালাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৩, ৩ অক্টোবর ২০২১ | আপডেট: ১৭:৫৪, ৩ অক্টোবর ২০২১

জয়পুরহাটের কালাই পৌর শহরের আঁওড়া মহল্লায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রাফি হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ধর্ষক পৌরশহরের আঁওড়া উত্তরপাড়া মহল্লার নুরুল ইসলামের ছেলে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ওই মহল্লায় ঘটেছে।

এ ঘটনার পরপরই রাতে গৃহবধূ বাদী হয়ে কালাই থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত রাফি হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। রোববার সকালে ধর্ষক রাফিকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ। 

মামলার বিবরণ সুত্রে জানা যায়, অভিযুক্ত ধর্ষক রাফি হোসেন ওই গৃহবধূকে প্রতিনিয়ত তার মোবাইল ফোনে কল দিয়ে আপত্তিকর কথাবার্তা বলে আসছিলেন। গৃহবধূর ফোনে কল দেওয়ার কারণে স্বামীর সংসারে অশান্তি লেগেই ছিল। এরই মধ্যে গৃহবধূর স্বামী শ্রমিকের কাজ করতে বগুড়ার নন্দিগ্রামে যায়। এ সুযোগে ধর্ষক রাফি হোসেন শনিবার রাতের কোন এক সময়ে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। রাতেই প্রতিবেশিসহ গৃহবধূর বাবা-মা ঘটনা জানার পর থানায় উপস্থিত হয়ে গৃহবধূ বাদী হয়ে ধর্ষক রাফি হোসেনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ রাফি হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। 
       
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, রাতে গৃহবধূ নিজেই বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি