ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বেনাপোলে গান পাউডার ও মোটরসাইকেলসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫২, ৪ অক্টোবর ২০২১

যশোরের বেনাপোল পোর্টথানা এলাকা থেকে ৪০০ গ্রাম গান পাউডার, চোরাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ শামীম হোসেন (১৭) নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ সদস্যরা। 

রোববার (৩ অক্টোবর) রাত দেড়টার দিকে দিঘীরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। শামীম হোসেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের লিটন আলীর ছেলে।

র‌্যাব-৬’র এক প্রেস বার্তায় জানানো হয়, রোবার দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার বেনাপোল পোর্টথানার দিঘিরপাড় এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বেচাকেনার জন্য অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে অভিযান চালানোর সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে বিস্ফোরক দ্রব্য বিক্রেতা ও পাচারকারী শামীম হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। 

সে সময় তার কাছে থাকা ৪০০ গ্রাম গান পাউডার, সীমকার্ডসহ একটি মোবাইল ও পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
 
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় বিস্ফোরক আইনে মামলা দায়েরপূর্বক পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি