ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে বাস চাপায় পোশাক শ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:১১, ৪ অক্টোবর ২০২১

গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় বাস চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। এরই জের ধরে বিক্ষুব্ধ শ্রমিকরা বাসে আগুন ধরিয়ে দেয়। নিহত শ্রমিকের নাম ফারুক হোসেন। তিনি স্থানীয় আলিফ ক্যাসুয়াল ওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

বাস চাপায় শ্রমিক নিহত হওয়ার জেরে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে দেড় ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

জিএমপির উপ-কমিশনার জাকির হাসান জানান, মোগরখাল এলাকার ভাড়া বাসা থেকে কারখানায় যাচ্ছিলেন ফারুক হোসেন। দুপুরে রাস্তা পারাপারকালে একটি বাস তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ফারুককে মৃত ঘোষণা করেন। 

শ্রমিক নিহতের খবরে তার সহকর্মী ও স্থানীয় জনতা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে একটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত বাসের আগুন নেভায়। শ্রমিক বিক্ষোভের কারনে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক বন্ধ থাকার পর ৪টার সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি