ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরাইলে চলছে দুর্গাপূজার শেষ মুহুর্তের প্রস্তুতি

সরাইল প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৩, ৪ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় মোট ৪৯টি মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদিয় দুর্গাপূজা। আগামী ১১ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হয়ে ১৫ অক্টোবর বিজয়া দশমির মধ্যমে সমাপ্ত হবে এবারের শারদ উৎসবের।

এ পূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে চলছে প্রতিমা তৈরিসহ সকল প্রস্তুতি, উপজেলা সদরের উচালিয়াপাড়ার স্বার্গীয় আশুতোষ চক্রবর্ত্তীর বাড়ির পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক ও সরাইল কেন্দ্রীয় কালীবাড়ির সাংগঠনিক সম্পাদক নারায়ন চক্রবর্ত্তী জানান, আমাদের উচালিয়াপাড়ার মন্ডপের পূজাটি পুরো জেলার মধ্যে অন্যতম আকর্ষণীয় হওয়ার কারণে এখানে দর্শক সমাগম থাকে প্রচুর। আমাদের আয়োজনের এবছর একযুগ পূর্তি হতে চলল, তাই আমরা স্বাস্থবিধি মেনে পূজার পাশাপাশি এবার এটিকে উৎসবে রূপান্তরিত করতে চাচ্ছি, আমাদের প্রতিমা তৈরি কাজ প্রায় শেষ, ফাইনাল রংয়ের কাজ চলছে, বাকি অন্যান্য সাজসজ্জার কাজও চলমান, আশা করছি যথা সময়েই শেষ হবে।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল বলেন, দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় তারই লক্ষে আমরা পূজা উদযাপন পরিষদের মাধ্যমে, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে নিয়ে সরাইল উপজেলার ৪৯টি মণ্ডপের সভাপতি, সম্পাদকদের সাথে মতবিনিময় সভা করেছি, কোথাও কোন সমস্যা আছে কিনা জানতে চেষ্টা করেছি। আশা করছি, কোথাও কোন সমস্যা ছাড়াই সুন্দর ভাবেই সমাপ্ত হবে এবারের শারদীয় দুর্গাপূজা।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি