ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫১, ৫ অক্টোবর ২০২১

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দীপ কুমার ভৌমিক (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে মহাসড়কের তিন পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপ কুমার ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমুহনী থেকে মোটরসাইকেলযোগে ফেনীর উদ্দেশ্যে যাচ্ছিল দীপ কুমার। ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কটি ফোর লেনের উন্নতির কাজ করার কারণে সড়কের বিভিন্ন স্থানে গর্তে সৃষ্টি হয়। সকাল ৮টার দিকে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় একটি গর্তের মধ্যে মোটরসাইকেলের চাকা পড়ে সড়কে ছিটকে পড়ে যান দীপ কুমার। এসময় ফেনী থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি