ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় প্রকৌশলী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৮, ৫ অক্টোবর ২০২১

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার নলকা এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় মোস্তাব আলী (৪৮) নামে ত্রাণ ও দুর্যোগ শাখার এক উপসহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে মোস্তাব আলী দাপ্তরিক জরুরি কাজে পাবনার বেড়া উপজেলায় যাওয়ার জন্য নলকা এলাকায় বাসের জন্য অপেক্ষা করতে থাকেন। এর এক পর্যায়ে রাস্তা পার হয়ে অপরদিকে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মোস্তাব আলী ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধিনে বিভিন্ন বিদ্যালয়ের ফ্লাড শেল্টার নির্মাণ প্রকল্পের কাজে সিরাজগঞ্জে নিয়োজিত ছিলেন। আজ সকালে পাবনায় তার প্রকল্পের পিডি আসছেন তাই সেখানে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় তার মৃত্যু হয়।
 
পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি