ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শার্শায় ট্রাক-মাহেন্দ্রা মুখোমুখী: নিহত ২

বেনাপোল প্রতিনিধি :

প্রকাশিত : ১৭:০৮, ৫ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় মাহেন্দ্রা (তিনচাকার গাড়ি) চালকসহ দুই জন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শার নীলকান্ড মোড় নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহত মাহেন্দ্রা চালক নুরু গাইন (৪৫) শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে ও অপরজন মাহেন্দ্রার যাত্রী রাকিবুল ইসলাম রাকিব (১৮) শার্শার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, বাগআঁচড়া থেকে ছেড়ে আসা নাভারনমুখি একটি মাহেন্দ্রা নীলকান্ত মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি ধাক্কা দেয়। এতে নুরু ও রাকিব মারাত্মক ভাবে আহত হয়। 

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তার সহকারি পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি