ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৭, ৬ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে রুবেল নামে (২৮) এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ফ্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যায় সে। এতে শরীর থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই রুবেল মারা যান।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর পৌর শহরের কোর্ট স্টেশন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রুবেল জেলার মোহনগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া লোকাল ট্রেনটি নেত্রকোনা কোর্ট স্টেশনে থামে। পরে যাত্রী উঠানামা করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় চলন্ত ট্রেনে রুবেল উঠতে যায়। এ সময় পা পিছলে ফ্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যায় সে।

এতে শরীর থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই রুবেল নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করেন মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সুরুজ্জামান। তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি