ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪

বাগেরহাটে গণহত্যা বিষয়ক নাটক নির্মাণের উদ্যোগ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৮, ৬ অক্টোবর ২০২১ | আপডেট: ১৫:২০, ৬ অক্টোবর ২০২১

অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে শিল্পী ও কলাকুশলীদের সৌজন্য সাক্ষাৎ। ছবি: একুশে টেলিভিশন

অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে শিল্পী ও কলাকুশলীদের সৌজন্য সাক্ষাৎ। ছবি: একুশে টেলিভিশন

বাগেরহাটের রামপাল উপজেলার ডাকরা নামক স্থানে মুক্তিযুদ্ধকালীন গণহত্যা নিয়ে নাটক করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

বুধবার (৬ অক্টোবর) দুপুরে নাটকের কলাকুশলী ও অভিনেতাগণ বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাত করেন। 

এসময়, বাগেরহাট কালচারাল অফিসার রফিকুল ইসলাম, নাট্যকার ও নির্দেশক সামসুল হাদি, অভিনয় শিল্পী ইভা আহমেদ, শফিক সোহাগ, বেলাল হোসেন বিদ্যা, নুরুল আলম পিন্টুসহ অন্যান্য অভিনেতাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে বদ্ধভূমিতে গণহত্যার বিষয়কে কেন্দ্র করে ৬৪ জেলায় নাটক নির্মাণ করা হচ্ছে। এর অংশ হিসেবে বাগেরহাটের রামপাল উপজেলার ডাকরা বদ্ধভূমিতেও নাটক নির্মাণ করা হবে। 

সরকারি অর্থায়নে নির্মিতব্য এই নাটকটি ১২ নভেম্বর ডাকরা মাধ্যমিক বিদ্যালয়ে প্রদর্শন করা হবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি