ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে ‘শক্তিভূতে সনাতনী’ শীর্ষক নৃত্যানুষ্ঠান পালিত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০২, ৬ অক্টোবর ২০২১

দেবী দূর্গার দশমহাবিদ্যার দশ রূপের বর্ণনা নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘শক্তিভূতে সনাতনী’ শীর্ষক বিশেষ নৃত্যানুষ্ঠান মঞ্চায়িত হয়েছে। এক ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠান চলাকালে দর্শক সমাগমে মুখরিত ছিল পুরো অডিটোরিয়াম। 

দেবীর আগমনী বার্তা মহালয়ার আগে মঙ্গলবার রাত ৮টায় উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে নৃত্য পরিচালক শিক্ষিকা অনিতা দেবের সঞ্চালনায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠানির আয়োজক শ্রীমঙ্গল বিবেকানন্দ ছাত্র পরিষদ।
 
একই সাথে অনুষ্ঠিত হয় আগমনী গান, করা হয় অভয়া’র মোড়ক উন্মোচন। পরে অনুষ্ঠিত হয় দেবী দূর্গার দশমহাবিদ্যার দশ রূপের বর্ণনা নিয়ে ‘শক্তিভূতে সনাতনী’ শীর্ষক এক ঘণ্টার নৃত্যমালিকা।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিতালী দত্ত, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সহ-সভাপতি দ্বিজেন্দ্র লাল রায়, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাশীষ চৌধুরী, ছড়াকার ও অধ্যাপক অবিনাশ আচার্য প্রমুখ।

অভিনয়ে ছিলেন কালী রূপে অতশ্রী দাশ, তাঁরা রূপে ঈশিতা রায়, ষোড়ষী রূপে ঈশিতা বাহাদুর, ভৈরবী রূপে শতাব্দী রায়, ভূবনেশ্বরী রূপে বিদ্যা রায়, ছিন্নমস্তা রূপে সৃষ্টি মালাকার, ধূমাবতী রূপে প্লবতা ভৌমিক, বগলামুখী রূপে রাত্রি দাশ, মাতঙ্গী রূপে দেবযানি রায়, কমলা রূপে অনশ্রী দাশ, রম্ভাসুর রূপে অন্তু, রক্তবীজ রূপে নিলয় ও ভোলানাথ রূপে প্রাপ্ত প্রীতম, ষড়ানন রূপে নিধি, বিনায়ক রুপে রাজেশ্বরী। ভক্তির প্রতীক- ইমন, অভি, শ্রীজয়ি, তুষ্টি এবং ষড় কৃতিকা- মিষ্টু, রাই, অনুশ্রি, পিউ, পর্শী।

ডা. বিনেন্দু ভৌমিক বলেন, পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন। শুধুমাত্র কোনও নারীশক্তির কাছে তার পরাজয় নিশ্চিত ছিলো। অন্যদিকে অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, তখন দেবতারা ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের নিকট এই মহিষাসুরকে বধের প্রার্থনা করতে থাকেন আর এই ত্রিশক্তিই তখন দশভোজা নারীশক্তির সৃষ্টি করেন। তিনিই মহামায়ারূপী দেবী দূর্গা। দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দূর্গা।

এই নৃত্যানুষ্ঠানের প্রধান কোরিওগ্রাফি ও নির্দেশনায় ছিলেন প্রাপ্ত প্রীতম, নৃত্য সহযোগিতায় সুব্রত দাশ। মিউজিক এডিটিংয়ে শুভ্র রায়, ভয়েস হিমু নাহা ও সুশিপ্তা দাশ, আলোকসজ্জায় জুয়েল আহমেদ, ফাল্গুনী দেব, দেবস্মিতা দেবরায় এবং আলপনায় ছিলেন রিশান বিশ্বাস। 


 
এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি