ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

মোটরসাইকেল দুর্ঘটনায় ২ এনজিও কর্মী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৭, ৭ অক্টোবর ২০২১ | আপডেট: ১৪:২৮, ৭ অক্টোবর ২০২১

ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের ২৯ মাইল কদমতলী নামকস্থানে মোটরসাইকেল ও যাত্রীবাহী কোচের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন।
 
আজ (বৃহস্পতিবার) সকাল বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সঞ্জিত রায় (২৮) ও সাহাদত হোসেন (২৫)। তারা এনজিও কর্মী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ সারোয়ার হোসেন জানান, ঢাকা থেকে আসা পঞ্চগড়গামী ‘রোমার’ নামের যাত্রীবাহী একটি নৈশ্য কোচের সাথে বিপরীত দিক থেকে আসাে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি পাশের খাদে পড়ে দুই টুকরো হয়ে গেলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। 

পরে দমকল বাহিনীরকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি