ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুরোহিত-সেবাইতের দক্ষতা বৃদ্ধিকরণে সভা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৯, ৭ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

নাটোরে ধর্মীয় এবং আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প-২ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মহসিন, শিক্ষাবিদ অলোক মৈত্র, কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) হীরা বালা, পূঁজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট প্রসাদ কুমার তালুকদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, শিক্ষক পরিতোষ অধিকারী প্রমুখ।

সভায় হীরা বালা জানান, পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়নে প্রশিক্ষণ প্রদান, বৃক্ষরোপণ, হাঁস-মুরগী ও গবাদিপশু পালনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি