ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩০, ৭ অক্টোবর ২০২১

মোনালিসা আক্তারের হাতে স্মারক তুলে দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা

মোনালিসা আক্তারের হাতে স্মারক তুলে দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়ায় এক শিক্ষার্থীকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। শিক্ষার্থী মোনালিসা আক্তার এবারের এসএসসি পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস।

এসময় বড়লই বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মোনালিসা আক্তারকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা স্মারক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস।

ইউএনও সুমন দাসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, মাধ্যমিক কর্মকর্তা আব্দুল হাই, সাবেক মুক্তিযোদ্ধা
কমান্ডার মজিবর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলি আক্তার, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, বড়লই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুর রহমান আনছারী (আংগুর) প্রমুখ।

এছাড়া মোনালিসার মা মুক্তা বেগম ও সংবর্ধিত শিক্ষার্থী মোনালিসা আক্তারও বক্তব্য রাখেন।

শিক্ষার্থী মোনালিসা জানান, চলতি বছরের ২২ সেপ্টেম্বর স্কুল থেকে বাড়িতে গিয়ে দেখতে পান দুইজন নতুন অতিথি। সেদিনও সে বুঝতে পারেনি তাকে বিয়ের জন্য বরপক্ষের লোক দেখতে এসেছে। পরে সে বুঝতে পারে বাবা-মা গোপনে তার বিয়ে চুক্তি করে ফেলেছেন।

বিষয়টি নিয়ে তাকে বাবা-মা বলেন, ‘দেখ আমরা গরীব মানুষ। ভাল বর পাওয়া গেছে তুমি বিয়েতে
রাজি হও। যদি আমাদের মৃত্যু হয় তাহলে তোকে কে দেখবে।’  

তখন সে বাবা-মাকে ছাফ জানিয়ে দেয় ‘বিয়ে করবো না, আমার বিয়ের বয়স হয়নি। আমি পড়াশুনা করে
নিজে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিয়ে করবো না।’ 

পরে বাল্যবিয়ে থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এনিয়ে সে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে পরামর্শ করে। শিক্ষক বাবা-মাকে বাল্যবিয়ের কু-ফল বুঝিয়ে দেওয়ায় পরবর্তিতে বিয়ে ভেঙ্গে দেয় তারা। 

পুরো বিষয়টি নজরে আসলে মোনালিসাকে সংবর্ধনার প্রদানের সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি