ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

ডুবন্ত পাথরবোঝাই জাহাজ থেকে ১০ নাবিক উদ্ধার

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৩৯, ৯ অক্টোবর ২০২১ | আপডেট: ১৪:৪০, ৯ অক্টোবর ২০২১

পাথড়বোঝাই লাইটার জাহাজ এমভি বিউটি লোহাগড়া-২

পাথড়বোঝাই লাইটার জাহাজ এমভি বিউটি লোহাগড়া-২

পাথর নিয়ে মোংলা বন্দরের দুবলার চরে ডুবে গেছে ‘এমভি বিউটি লোহাগড়া-২’ নামে একটি লাইটার জাহাজ। এসময় ওই জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। 

শনিবার (৯ অক্টোবর) ভোর রাতে বন্দরের ওই এলাকায় তলা ফেটে ডুবে যায় জাহাজটি।

এর আগে শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে পশুর নদীতে সার নিয়ে এমভি দেশ বন্ধু নামে আরও একটি লাইটার জাহাজ ডুবে যায়। সেটি এখনও উদ্ধারের তৎপরতা শুরু করতে পারেনি মালিকপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন ও কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ হাসানুজ্জামান বলেন, মোংলা বন্দরের বাইরে ফেয়ার ওয়ে এলাকায় অবস্থান করা সিঙ্গাপুর পতাকাবাহী এমভি সাগর রতন থেকে ১২শ’ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশ্য যাচ্ছিল এমভি বিউটি লোহাগড়া-২ লাইটার জাহাজ। 

পথে ভোর রাতে দুবলার চর এলাকায় তলা ফেটে ডুবতে থাকে ওই জাহাজটি। এ খবর পেয়ে কোস্টগার্ড দুবলা ক্যাম্পের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে ওই জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করে।

পরে তাদেরকে অন্য একটি লাইটার জাহাজ ‘এমভি দেশ দিগন্তে’ উঠিয়ে দেয় কোস্টগার্ড। উদ্ধারকৃত নাবিকরা দেশের বিভিন্ন জেলার বলে জানা গেছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি