ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ২ দালাল আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫২, ৯ অক্টোবর ২০২১

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ থেকে টাকার বিনিময়ে রোহিঙ্গা নাগরিকদের পালাতে সহযোগিতা করার অভিযোগে ২ দালালকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃত ওই দুই দালাল রোহিঙ্গা নাগরিক।

শনিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ভাসানচরের ৮ ও ২৪ নং ক্লাস্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো আশ্রয়ণ প্রকল্পের ৮নং ক্লাস্টারের এল-১৬ কক্ষের মো. ইসলামের ছেলে রফিক উল্যা (২৭) ও ২৪নং ক্লাস্টারের সি-৫ কক্ষের দীল মোহাম্মদের ছেলে সেলিম (২০)।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে আশ্রয়ণ প্রকল্পের পৃথক দুটি ক্লাস্টারে অভিযান চালায় কোস্টগার্ড গোয়েন্দা ও এপিবিএন’র সিভিল দলের সদস্যরা। এসময় রোহিঙ্গা দালার রফিক ও সেলিমকে আটক করা হয়। 

আটককৃত দালালরা একটি চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে রোহিঙ্গা নাগরিকদের চট্টগ্রাম ও নোয়াখালীতে পালাতে সহযোগিতা করে আসছিল। আটকের পর তাদের সিআইসি অফিসে (ভাসানচর প্রশাসনিক কার্যালয়) হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে সিআইসি থেকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি