ধানক্ষেতে মিলল যুবকের অর্ধগলিত লাশ
প্রকাশিত : ১৭:২৬, ৯ অক্টোবর ২০২১ | আপডেট: ১৭:২৮, ৯ অক্টোবর ২০২১
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের পাঁচপীর কবরস্থানের পাশে ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আলিফ (২০)। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই লাশ উদ্ধার করা হয়। আলিফ ভান্ডারা মহল্লার শহিদুল ইসলামের ছেলে।
শহিদুল ইসলাম জানান, তার ছেলে আলিফ গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তাকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। শনিবার দুপুরে ধানক্ষেতে ধান কাটতে গিয়ে শ্রমিকরা আলিফের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, প্রাথমিকভাবে আলিফের মত্যুর কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্তসহ অন্যান্য তদন্তের পর মৃত্যর কারণ জানা যাবে।
উল্লেখ্য, এর আগে গত ৮ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সর্বমঙ্গলা গ্রামের পাঁচপীর নামক স্থানে একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছিল পুলিশ।
কেআই//
আরও পড়ুন