ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

তুরাগে ট্রলারডুবিতে নিহত ৩ জনের পরিচয় মিলেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৩, ৯ অক্টোবর ২০২১ | আপডেট: ১৭:৫৫, ৯ অক্টোবর ২০২১

রাজধানীর গাবতলীর তুরাগ নদে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। শনিবার (৯ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান মোহাম্মদ এ তথ্য জানান।

তিনি বলেন, তুরাগ নদে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। বাকি দুজনের নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

যাদের পরিচয় শনাক্ত হয়েছে- শিউলি আক্তার (২০) ও তার ছেলে মো: ইয়াসিন (৩)। পরিচয় শনাক্ত হওয়া অপর শিশুর নাম আরমান (৪)।

জানা গেছে, নিহত শিউলির স্বামীর নাম মোহাম্মদ কাদের মিয়া। তাদের গ্রামের বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলায়।

ফায়ার সার্ভিস জানায়, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে।

এর আগে ভোর ৫টা ৩০মিনিটের দিকে আমিনবাজার থেকে রাজধানীর গাবতলীতে যাওয়ার পথে বালুবাহী বাল্কহেডের ধাক্কা লেগে শ্রমিকবাহী ট্রলারটি ডুবে যায়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি