ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

‘তৃণমূলের বিজয় জাতীয় নির্বাচনে অবদান রাখবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ৯ অক্টোবর ২০২১ | আপডেট: ২০:২২, ৯ অক্টোবর ২০২১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, তৃণমূলের বিজয় জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আজ শনিবার বেলা ১১টায় জেলা পরিষদের অডিটোরিয়ামে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং এখন থেকেই তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করা প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিকুর রহমান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির খানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, এড. নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, ড. আহমদ আল কবির, মুক্তিযোদ্ধা সা’দ উদ্দিন আহমদ, এড. শাহ মো. মোসাহিদ আলী, নাজনীন হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, এডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক এড. আজমল আলী প্রমুখ। 
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি