ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পেট্রাপোলে ৩টি সোনার বারসহ বাংলাদেশি যুবক আটক  

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৯, ১০ অক্টোবর ২০২১

বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে তিনটি সোনার বারসহ বাংলাদেশি এক ট্রাক ড্রাইভারকে আটক করেছে বিএসএফ সদস্যরা। তার নাম রফিকুল ইসলাম ৩৩)। আটক রফিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর গ্রামের আফিল উদ্দিনের ছেলে। 

ওপারের একটি সূত্র জানায়, রোববার(১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাংলাদেশি ট্রাক ড্রাইভার রফিক গেটপাশ(আইজিএম) নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। বিএসএফ সদস্যরা তার ট্রাক তল্লাশি করে তিনটি সোনার বার পায়। এসময় ট্রাকসহ ড্রাইভারকে আটক করে বিএসএফ।

এ ব্যাপারে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আশরাফ আলী বলেন, বিএসএফ রফিকুল ইসলাম নামের বাংলাদেশি একটি পণ্যবাহী ট্রাক ড্রাইভারের ট্রাক তল্লাশি করে তিনটি সোনার বারসহ তাকে আটক করেছে বলে শুনেছি।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি