ভুঞাপুরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন নার্গিস বেগম
প্রকাশিত : ১৫:৩৩, ১১ অক্টোবর ২০২১ | আপডেট: ১৫:৪০, ১১ অক্টোবর ২০২১
টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা পরিষদের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছাঃ নার্গিস বেগম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তিনি সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল হালিমের সহধর্মিণী।
সোমবার দুপুরে জেলা নির্বাচন অফিস মিলনায়তনে ভুঞাপুর উপজেলা পরিষদ ও টাঙ্গাইল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাই শেষে একথা জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মোঃ কামরুল ইসলাম।
মনোনয়নপত্র বাছাইয়ে ভুঞাপুর উপজেলা পরিষদের উপনির্বাচনে একমাত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মোছাঃ নার্গিস বেগমের মনোনয়নপত্র বৈধ হয়। তাই তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানানো হয়।
গত ৩০ জুলাই ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল হালিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়।
এদিকে, টাঙ্গাইল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাইশেষে ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এরা হলেন- মোহাম্মদ হাবিবুল হাসান, কাজী শফিকুল মওলা, খন্দকার নুরুল আমীন, মোঃ জহিরুল ইসলাম, মোশারফ হোসেন, মঈনুল হক লিটন, আবুল কালাম আজাদ ও মোঃ সোহেল রানা।
মনোনয়নপত্র বাছাইকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনোয়ার পারভেজ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজমুল হোসেন ও টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র আব্দুল্লাহ আল নোমান।
উল্লেখ্য, আগামী ২ নভেম্বর ভুঞাপুর উপজেলা পরিষদ ও টাঙ্গাইল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এএইচ/
আরও পড়ুন