ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোল দিয়ে ভারতমুখী যাত্রী পারাপার বৃদ্ধি পেয়েছে 

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৪, ১১ অক্টোবর ২০২১ | আপডেট: ১৭:২২, ১১ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

বেনাপোল স্থল বন্দর চেকপোষ্ট দিয়ে পাসপোর্ট যাত্রী চলাচল বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে সরকারের রাজস্ব ও বৃদ্ধি পেয়েছে। গত ১০ দিনে (১ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত) ১৩ হাজার ৩৮২ জন পাসপোর্টযাত্রী বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত করেছেন। এদের মধ্যে মেডিকেল ভিসায় যাতায়াতের সংখ্যা বেশি।

দীর্ঘদিন করোনার দাপটে ভারত-বাংলাদেশ উভয় দেশের সরকার কয়েক দফা বন্ধ করে দেয় যাত্রী চলাচল। ফলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট এলাকায় জনসমাগম না থাকায় নিস্তেজ হয়ে পড়ে। সম্প্রতি যাত্রী চলাচল বৃদ্ধি পাওয়ায় সরগম হয়ে উঠেছে এই আন্তর্জাতিক চেকপোষ্ট। প্রায় দুই বছর যাবত এই পথে যাত্রী পারাপার বিশেষ ভিসা ও হাই-কমিশনের অনুমতি ছাড়া গমনাগমন ছিল নিষিদ্ধ। গত ১০ দিনে এ পথে যাতায়াত করেছেন ১৩ হাজার ৩৮২ জন। এর মধ্যে ভারতে যাওয়া ৭ হাজার ৩০৮ জন ও ভারত থেকে এসেছেন ৬ হাজার ৭৪ জন। 

বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, দীর্ঘদিন করোনা আতঙ্কে দুই দেশের পাসপোর্টযাত্রী বন্ধ থাকার পর সম্প্রতি মেডিকেল ও বাংলাদেশে ভারতের বিভিন্ন প্রকল্প্রে চাকরিরত যাত্রী চলাচলের অনুমতি মেলার পরও যাত্রী চলাচল ছিল প্রতিদিন মাত্র দুই থেকে তিনশ‘ জন। কারন যাত্রীদের ভারতে নিযুক্ত বাংলাদেশি দূতাবাস থেকে অনুমতি পত্র লাগত। এছাড়া বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হতো যাত্রীদের নিজ খরচে। কোয়ারেন্টাইন ও ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই-কমিশনের অনুমতি তুলে নেওয়ায় যাত্রী সংখ্যা বাড়ছে। গত ১ অক্টোবর ভারত বাংলাদেশ এর মধ্যে যাতায়াত করেছেন, ১৩৫৭ জন, ২ অক্টোবর ১২৬৭ জন, ৩ অক্টোবর ১১৬৫ জন, ৪ অক্টোবর ১২৯৯ জন, ৫ অক্টোবর ১৩৩৫ জন, ৬ অক্টোবর ১২৮৬ জন, ৭ অক্টোবর ১৩৩২ জন, ৮ অক্টোবর ১৭১০, ৯ অক্টোবর ১২৮০ ও ১০ অক্টোবর ১৩৫১। ভ্রমণ ভিসা ছাড়লে এ পথে ১০ হাজারের উপরে যাত্রী চলাচল করবে বলে সূত্র দাবি করেছেন।

এছাড়া বেনাপোল চেকপোষ্ট এলাকায় বহিরাগত লোকের প্রবেশ নিষিদ্ধ ও নতুন ওসি মোহাম্মাদ রাজু যোগদান করায় ইমিগ্রেশনের পরিবেশ পরিচ্ছন্ন হওয়ায় যাত্রীরা সন্তষ্ট্রি প্রকাশ করেছেন।

ঢাকা থেকে শাহানুর রহমান, খুলনা থেকে জাহাঙ্গীর হোসেন, বাগেরহাট থেকে আসা স্বপ্না সাহা বলেন, এ পথে আগেও যাতায়াত করা হয়েছে। বেনাপোল চেকপোষ্ট এলাকায় প্রবেশ মুখে বহিরাগত কিছু লোক উৎপাত করত। আজ এ উৎপাত দেখতে পাচ্ছি না। ভালো লাগছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ রাজু বলেন, এসবি পুলিশ সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিত করবে। কেউ যাতে এখানে হয়রানির শিকার না হয় তার জন্য কাজ করতে সকল অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে বহিরাগত কিছু লোকের প্রবেশ ও আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে যাত্রীদের কাজের কথা বলে অর্থ আদয়ের অভিযোগের ভিত্তিতে সেখানে পুলিশ সতর্কবস্থায় রয়েছে। যদি কোন বহিরাগত দালালের উৎপাতের অভিযোগ পাওয়া যায় তাকে আইনের কাছে সোপর্দ করা হবে।

তিনি বলেন, আমি যোগদানের পর জেনেছি এ পথে ১০ হাজারের উপরে যাত্রী চলাচল করেছে। ট্যুরিষ্ট ভিসা ছাড়লে আশা করছি ওই পরিমান যাত্রী যাতায়াত করবে সেই সাথে সরকারেরও রাজস্ব আয় বৃদ্ধি পাবে।
কেআই// 
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি