ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ বাবু বাহিনীর প্রধান গ্রেপ্তার 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৭, ১১ অক্টোবর ২০২১ | আপডেট: ১৮:৫১, ১১ অক্টোবর ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী বাবু বাহিনীর প্রধান মাহবুবুর রহমান বাবুকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর একটি দল। 

সোমবার সকালে রুদ্রপুর গ্রামে র‌্যাবের বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান বাবু ওই গ্রামের কপিল উদ্দিনের ছেলে। সে বেগমগঞ্জ এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের সীমান্ত এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, বাবুর কাছ থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ১৬টি চকলেট বোমা'সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত বাবু একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, ধর্ষণ, চাঁদাবাজি, মাদক, অস্ত্র ও ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় ১২টি মামলা রয়েছে। 

এ বিষয়ে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় সন্ত্রাসী বাবুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বেগমগঞ্জ থানার মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি