ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

পূজায় শাড়ি না দেওয়ায় অভিমানে গৃহবধূর আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৪১, ১১ অক্টোবর ২০২১

ঠাকুরগাঁওয়ে পূজায় দামি শাড়ি কিনে না দেওয়ায় স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দিথি রাণী (১৮) নামে এক গৃহবধূ।

সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী নাফিত পাড়া গ্রাম ওই গৃহবধূও মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।দিথি রাণী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী নাপিতপাড়া গ্রামের ভমর রায়ের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত দেড় মাস আগে নিজের বড় বোনের দেবর ভমর রায়ের সাথে প্রেম করে বিয়ে হয়েছিল দিথি রাণীর। দিথি রাণী রবিবার সন্ধ্যায় ভূল্লি বাজারে স্বামীর কাছে দামি শাড়ি কিনে চাইলে স্বামী তা না দেওয়ায় বাড়িতে গিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। অভিমানে সে রাতে নিজ শয়ন কক্ষে সরের সঙ্গে ও গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগায়। তার স্বামী ঝুলন্ত অবস্থায় স্ত্রীকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রাতে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতাল কতৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ট করেন, রংপুর যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

স্বামী ভমর রায় বলেন, প্রেম করে ভাইয়ের শালিকাকে বিয়ে করেছিলাম। আমি রাজমিস্ত্রীর কাজ করি তেমন রোজগার না থাকায় সংসারে অভাব অনটন লেগে থাকে। পূজায় একটা শাড়ী কিনার জন্য স্ত্রীকে নিয়ে বাজারে গেছিলাম। ওই সময় আমার কাছে মাত্র ১ হাজার টাকা ছিল। কিন্তু সে কমদামে শাড়ী নিবে না। এই অভিমানে বাড়িতে গিয়ে গলায় ফাঁস লাগাবে আমি তা বুঝতে পারিনি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি