ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কুড়িগ্রামে আ’লীগের বর্ধিত সভার আগে ছাত্রলীগের হামলা, আহত ২০

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৭, ১২ অক্টোবর ২০২১

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার আগেই সার্কিট হাউসে কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেন শফিকের  উপস্থিতিতে জেলা ছাত্রলীগ হামলা চালিয়েছে। এতে জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক, মহিলা নেত্রীসহ ২০ নেতাকর্মী আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে সার্কিট হাউসের দরজা জানালাও।

সোমবার রাত ৯টার দিকে সার্কিট হাউসে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ এ  হামলার ঘটনা ঘটিয়েছে।
 
এ সময়, জেলা আওয়ামী লীগের ১নং যুগ্মসাধারণ সম্পাদক আ না ম ওবায়দুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদিকা ডক্টর নাজু, জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান, যুবলীগ নেতা তুহিন আলী, ছাত্রলীগ নেতা মুন্না, মহিলা আওয়ামী লীগ নেত্রী আফসানা মিমিসহ অনেকে আহত হন। গুরুতর কয়েকজনকে জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে প্রেরণ করা হয়। 

জানা গেছে, জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার প্রধান অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের সাথে সোমবার রাত ৯টার দিকে সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আলোচনায় মিলিত হতে অপেক্ষা করতে থাকেন। এ সময় কেন্দ্রীয় নেতার উপস্থিতিতেই নেতাকর্মীদের ওপর এলোপাতাড়ি হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা।

খবর পেয়ে পুলিশ আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে। 

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সম্পাদক আনম ওবায়দুর রহমান জানান, সন্ধ্যায় আমরা কেন্দ্রীয় নেতার সাথে দেখা করতে আসলে রাত ৯টার দিকে ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল কর্মী এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনিসহ কৃষি বিষয়ক সম্পাদক ডক্টর নাজু, মহিলা আওয়ামী লীগ নেত্রী মিমি, সদস্য মাহফুজ, তুহিন, মুন্না, মেহেদীসহ প্রায় ২০ জন আহত হন।

সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় নেতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সার্কিট হাউসে পুলিশ অবস্থান করছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের মধ্যে কোন গ্রুপিং নেই। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুর ছত্রছায়ায় থাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলামিন ও সাংগঠনিক সম্পাদক ফাহিম আজাদের নেতৃত্বে অতর্কিতভাবে জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদের উপর হামলা করে তার পরনের পাঞ্জাবি ছিড়ে ফেলে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়লে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
 
সার্কিট হাউসে ভাংচুর করার ব্যাপারে জানতে চাইলে সাদ্দাম হোসেন বলেন, সংঘর্ষ চলাকালে কে বা কারা সার্কিট হাউস ভাংচুর করেছে তা আমার জানা নাই।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি