ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীর কারাগারে হাজতির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫১, ১২ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালী জেলা কারাগারে বদিউল আলম (৭৬) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। সেনবাগ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় তিনি সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়েছিলেন। 

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো শহীদুল ইসলাম। সোমবার রাত দেড়টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান তিনি। মৃত বদিউল আলম সেনবাগ উপজেলার বীরকোট গ্রামের নুরু মিয়ার ছেলে। 

জেলসুপার প্রণি ভূষণ দেবনাথ জানান, নারী ও শিশু নির্যাতন মামলায় গত ২৫ সেপ্টেম্বরে বদিউল আলমকে গ্রেপ্তার করে সেনবাগ থানা পুলিশ। ওইদিন বিকেলে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। সে কারাগারের বয়স্ক হাজতীদের ওই ওয়ার্ডে ছিলেন। সোমবার রাত ১টার দিকে হঠাৎ শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে তাকে কারাগার হাসপাতালের ২নং ওয়ার্ডে ভর্তি করা হয়।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, জানান জেলসুপার।

জেলা পুলিশ সুপার মো শহীদুল ইসলাম জানান, মৃত হাজতির লাশ ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি