ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুদকের মামলায় জজ কোর্টের পেশকারের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৭, ১৩ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় নোয়াখালী জেলা জজ কোর্টের সাবেক পেশকার ফজলুল হককে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে জেলা জজ কোর্টের বিচারক এএনএম মোরশেদ খান এই রায় প্রদান করেন।

মামলা পরিচালনাকারী দুদকের (পিপি) এডভোকেট আবুল কাশেম জানান, ফজলুল হক জেলা জজ কোর্টে পেশকার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৪ সালে তার স্ত্রী গৃহিণী দেল আফরোজের নামে থাকা ৫ কোটি ২৭ লাখ টাকার সম্পত্তির হিসাব ও চাকরি ছাড়া তার আয়ের উৎস জানতে চেয়ে দুদক থেকে নোটিশ করা হয়। কিন্তু ফজলুল হক দুদককের কাছে সম্পদ্দির হিসাব দাখিল করতে পারেনি। 

ঘটনায় তৎকালীন দুদক নোয়াখালী কার্যালয়ের উপপরিচালক নিরাপদ স্বর্ণকার বাদী হয়ে ফজলুল হককে আসামী করে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা পরবর্তীতে তাকে পুলিশ গ্রেপ্তার করে ও পেশকার পদ থেকে তাকে অব্যহতি দিয়ে চাকরিচুত করা হয়।

অভিযোগ প্রমাণ হওয়ায় ফজলুল হককে ৩ বছররের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি