ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মিরসরাই মহামায়া লেক ভ্রমণে মালদ্বীপ হাইকমিশনার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩০, ১৩ অক্টোবর ২০২১

ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির মিরসরাই উপজেলার মহামায়া লেকে ভ্রমণ করেছেন। তিনি ১৪ জন সফর সঙ্গী নিয়ে ভ্রমণে আসেন।
 
বুধবার (১৩ অক্টোবর) সকালে সফর সঙ্গীদের নিয়ে মাহামায়া লেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য নৌ ভ্রমণসহ বিভিন্ন স্পট পরিদর্শন করেন শিরুজিমাথ সামির। পরিদর্শন শেষে তিনি চট্টগ্রাম মহানগরীর উদ্দেশ্যে রওনা দেন।

হাইকমিশনারসহ সফরসঙ্গীদের ভ্রমণকালে সার্বিক নিরাপত্তা ও সেবা প্রদানের নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) এএসপি লাবীব আব্দুল্লাহ। তাকে সহযোগিতা করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান (পিপিএম)।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি