ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে নিখোঁজ শিশু তুহিনের সন্ধান চায় পরিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ১৩ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

গাজীপুর মহানগরীর ৩৯নং ওয়ার্ডে ১৪ বছরের এক শিশুর সন্ধান মিলছে না। শিশুটির নাম তুহিন। সে মহানগরীর গাছা মেট্রোপলিটন থানা এলাকায় কাথারো আবদুস সালামের ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত। আট দিন ধরে নিখোঁজ রয়েছে শিশুটি।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর দুপুর ১টার দিকে তুহিন বাসা থেকে বেরিয়ে যায়। এরপর থেকে আর কোনো খোঁজ নেই তার। পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। পরে ৮ অক্টোবর গাছা মেট্রো থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর ৩৯৫। 

তুহিনের বাবার নাম আবুল কাশেম ও মায়ের নাম তহুরা আক্তার। 

জিডিতে বলা হয়েছে— তুহিনের গায়ের রঙ শ্যামল, উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি, গায়ে ছিল কালো রঙের হাফপ্যান্ট ও খয়েরি রঙের টি-শার্ট। 

কেউ তুহিনের খোঁজ পেলে ০১৯৪৩৫৮৩৮৪৩ নম্বর কিংবা গাছা থানার এসআই উৎপল কুমারের ০১৭১০৭৪১৬৪৪ নম্বরে ফোন করতে অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।  
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি