নাব্যতা সংকটে দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত
প্রকাশিত : ১৪:৩০, ১৪ অক্টোবর ২০২১
নদীতে পানি কমে যাওয়ায় নাব্যতা সংকট দেখা দিয়েছে। ফেরি চলাচলের চ্যানেলে পলি পরে ভরাট হওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে দৌলতদিয়া ফেরিঘাটে যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ও গোয়ালন্দমোড় মহাসড়কের ৭ কিলোমিটার এলাকায় ৮ শতাধিক যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। এতে দুর্ভোগে পরেছেন চালক ও যাত্রীরা।
অতিরিক্ত যানবাহনের চাপ ও ফেরি চলাচল ধীর গতির কারণে আগের চেয়ে যানবাহন পারাপার কমে গেছে। এতে যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়ে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
যানবাহনের মধ্যে ট্রাকের সংখ্যাই বেশি দেখা গেছে। কাঁচামালবাহী ট্রাকগুলো সময়মত গন্তব্যে পৌঁছাতে না পেরে পণ্য পচে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
এদিকে, দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটসহ নদীর বিভিন্ন অংশে ৩টি ড্রেজার দিয়ে পলি অপসারণ করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক মোঃ মজিুবুর রহমান জানান, দৌলতদিয়ায় ফেরির সংখ্যা বেশি থাকলেও শিমুলিয়া ঘাটে ফেরি বন্ধ থাকায় ওই রুটের যানবাহন দৌলতদিয়া নৌরুট হয়ে পার হওয়ায় যানজট দীর্ঘ হচ্ছে।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচলের চ্যানেলে পলি জমে নাব্যতা সংকট দেখা দেওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।
আজ এ নৌরুটে ১৯টি ফেরি চলাচল করছে।
এএইচ/
আরও পড়ুন