ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে দুই লাখ মিটার ইলিশ ধরার জাল জব্দ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৫, ১৪ অক্টোবর ২০২১

ইলিশ আহরণে নিষেধাজ্ঞার দশ দিনে বাগেরহাটে দুই লাখ মিটার ইলিশের জাল জব্দ করা হয়েছে। অবৈধভাবে ইলিশ ধরার অপরাধে ৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর রাত পর্যন্ত বাগেরহাট জেলার ৯ উপজেলার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। 

এই সময়ে ১৬৩টি অভিযান চালিয়েছে বাগেরহাট জেলা মৎস্য বিভাগ। পরবর্তীতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

এছাড়া ২৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য বিভাগের কর্মকর্তারা। ৮ হাজার ৫শ’ টাকা জরিমানা ও ১৫ কেজি ৭শ’ গ্রাম ইলিশ জব্দ করা হয়। এ ঘটনায় এ সময়ে ৭টি মামলা হয়েছে।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য থেকে ইলিশ আহরণ, বিপনণ ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে। সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর সক্রিয় রয়েছে। তারপরও কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী মৎস্য অধিদপ্তরের চোখ ফাঁকি দিয়ে ইলিশ আহরণের চেষ্টা করছে। 

যারা নিষেজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের চেষ্টা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। ২৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত যাতে কেউ ইলিশ আহরণ করতে না পারে সেজন্য মৎস্য অধিদপ্তর সক্রিয় থাকবে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি