ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে প্রতিমা ভাংচুর, ৩ মামলায় ১৮ আসামি রিমান্ডে

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৩, ১৬ অক্টোবর ২০২১

গাজীপুরের কাশিমপুর এলাকায় তিনটি মন্দিরের হামলা করে প্রতিমা ভাংচুরের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ২০ জনের মধ্যে ১৮ জনকে আদালতের মাধ্যমে দু’দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

তিন মামলার দুইটির তদন্ত কর্মকর্তা এসআই তানভীর আহমেদ জানান, প্রতিটি মামলায় অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে একদল দুর্বৃত্ত তিনটি মন্দিরে হামলা করে প্রতিমা ভাংচুর করে।

গ্রেপ্তারকৃত ২০ জনের মধ্যে ১৮ জনকে সাতদনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। বাকি দুইজনকে আহত অবস্থায় আটক করা হয়। তারা সুস্থ হলে তাদেরকে রিমান্ড চাওয়া হবে বলে জানান তদন্তকারী কর্মকর্তা। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, কাশিমপুর বাজারে রাধাগোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবুল রুদ্র, পালপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল পাল ও কাশিমপুর পশ্চিমপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি সুবল চন্দ্র দাস বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি