ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হাতিয়ায় ৩ লাখ মিটার ইলিশ ধরার জাল জব্দ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৬, ১৭ অক্টোবর ২০২১

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ লাখ মিটার কারেন্টজার জব্দ করেছে নৌ-পুলিশ। তবে জাল রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

রোববার সকালে মেঘনা নদীর নেয়াজ মিয়ার ঘাট এলাকা থেকে জালগুলো জব্দ করা হয়।

নলছিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর মৌলভীরচর ও নেয়াজ মিয়ার ঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে জাল রেখে পালিয়ে যায় জেলেরা। 

পরে ওই স্থান থেকে ইলিশ ধরার ৩ লাখ মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়। 

উপজেলা মৎস্য কর্মকর্তার সম্মতিক্রমে জব্দকৃত জালগুলো আগুনে পুঁড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি