ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

মেহেরপুরে আলগামন-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৫, ১৭ অক্টোবর ২০২১

মেহেরপুরে শ্যালো ইঞ্জিন চালিত আলগামন ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

রোববার সকাল সাড়ে এগারটার দিকে সদর উপজেলার আমঝুপি কুলারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আসমানখালি গ্রামের হায়দার আলীর ছেলে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ দ্বারা খান জানান, দেলোয়ার হোসেনসহ কয়েকজন নিজ গ্রাম থেকে আলগামোন যোগে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের জনৈক এক কবিরাজ বাড়ি যাচ্ছিলেন। এসময় কুলারমোড় এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় আলগামনটির। এতে ঘটনাস্থলেই নিহত হন দেলোয়ার হোসেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওসি। 

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক হাসিবুল ইসলাম জানান, দেলোয়ার হোসেনকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি