ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, আহত ১৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ১৭ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে স্বামী-স্ত্রী দু’জনেই নিহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরও ১৫ জন।

শনিবার রাত সাড়ে ১০টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- আদর্শ সদর উপজেলার রত্নাবতি গ্রামের আবু সাঈদ (৫০) ও রুবি আক্তার (৪২) এরা সম্পর্কে স্বামী-স্ত্রী।

বাসের আহত ১৫ যাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক এমরান হোসেন জানান, ঢাকা থেকে কোম্পানীগঞ্জগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ময়নামতিগামী যাত্রীবাহী সিএনজি চালিত একটি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। নিহত দু’জনের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

বাস ও সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি