ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে ক্ষতিগ্রস্ত মন্দিরে আর্থিক সহায়তা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০১, ১৭ অক্টোবর ২০২১

ক্ষতিগ্রস্ত মন্দিরের প্রতিনিধির কাছে চেক তুলে দিচ্ছেন গাজীপুর জেলা প্রশাসক

ক্ষতিগ্রস্ত মন্দিরের প্রতিনিধির কাছে চেক তুলে দিচ্ছেন গাজীপুর জেলা প্রশাসক

Ekushey Television Ltd.

গাজীপুরের কাশিমপুর এলাকায় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত তিনটি মন্দিরে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। প্রতিটি মন্দিরে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। 

রোববার সকালে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত তিনটি মন্দিরকে ১ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন। 

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত মন্দিরের সভাপতিরা এ আর্থিক অনুদানের চেক গ্রহণ করেন। 

গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর এলাকার এই তিন মন্দিরের পূজামণ্ডপে দুর্বৃত্তরা হামলা করে প্রতিমা ভাঙচুর করে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি