ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ইলিশ ধরার অপরাধে ৮ জেলের কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৮, ১৭ অক্টোবর ২০২১

২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু এ বিধিনিষেধ অমান্য করে রাজবাড়ীতে পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে ৮ জেলেকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ টাস্কফোর্স টিম। এসময় ৮ জেলেকে ৩৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। 

আটক ৮ জেলেকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি সাইফুল হুদা। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলির ধরার অপরাধে তাদের এ কারাদণ্ড প্রদান করা হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, আনসার ব্যাটালিয়নের সদস্যসহ অন্যারা।

পরে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুরে নষ্ট করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি