ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

দোহারে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

দোহার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২২:০১, ১৭ অক্টোবর ২০২১

ঢাকার দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক মোটর মেকানিক নিহত হয়েছে। নিহতের নাম মো. লোকমান (৫০)। রোববার (১৭ অক্টোবর) রাতে উপজেলার রাইপাড়া এ দুর্ঘটনা ঘটে।

নিহত লোকমান নবাবগঞ্জ উপজেলার সাদাপুরের বাসিন্দা। সে বান্দুরা এলাকায় ভাড়া থাকতো বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৮টার দিকে দোহারে লটাখোলা পাল বাড়ি সংলগ্ন নিজ প্রতিষ্ঠান থেকে মোটর সাইকেলে বান্দুরা বাসায় যাচ্ছিলেন লোকমান। রাইপাড়া এলাকার দিপুর তিন দোকানের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা একটি অটোগাড়ির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লোকমান মোটরসাইকেল থেকে পড়ে গুরুত্বর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি