ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাছের মগডাল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৮, ১৮ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

চট্টগ্রামের মিরসরাইয়ে ৪০ ফুট উপরে গাছের মগডাল থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আরিফুল ইসলাম (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। সে পূর্ব হিঙ্গুলী এলাকার সফি মোল্লা বাড়ির আবুল কাশেমের পুত্র।

হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ শাহাব উদ্দিন জানান, সোমবার ভোর সাড়ে ৫টায় একটি সেগুন গাছের মগডালে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়া লাশ ঝুলতে দেখতে পায় এলাকাবাসী। বিষয়টি আমাকে অবহিত করার পর আমি জোরারগঞ্জ থানা পুলিশকে জানাই। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কান্তি দে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আরিফ নামের ওই যুবক প্রায় ৪০ ফুট ওপরে গাছের মগডালে ঝুলে আছে। এরপর অনেক কষ্টে লাশ নিচে নামানো হয়।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করতে পারে। 

লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এসআই রতন কান্তি দে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি