ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মোংলা বন্দরে পণ্য খালাস বন্ধ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ১৮ অক্টোবর ২০২১

উত্তর বঙ্গোপসাগর বায়ুচাপের প্রভাবে উপকূল এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সমুদ্রবন্দরসমূহে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মোংলা বন্দরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজে পণ্য খালাস বন্ধ রাখা হয়েছে। 

সোমবার (১৮ অক্টোবর) সকাল থেকে এসব জাহাজে পণ্য খালাস বন্ধ রাখে সংশ্লিষ্টরা। বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ও সচিব (ভারপ্রাপ্ত) কমান্ডার শেখ ফখর উদ্দিন দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মোংলা বন্দরে পণ্য খালাসের অপেক্ষায় এই মুহূর্তে ২০টি বিদেশি বাণিজ্যিক জাহাজ বন্দরে অবস্থান করছে। সোমবার সকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে বন্দর চ্যানেল ও বর্হিনোঙ্গরে অবস্থানরত এসব জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে। 

এসব জাহাজে কয়লা, সার, পাথর, চাল, মেশিনারী ও ক্লিংকারসহ (সিমেন্টের কাঁচামাল) বিভিন্ন পণ্য রয়েছে। তবে বন্দরের জেটিতে অবস্থান করা ‘ফেসকো আর্লিশ’ নামে বিদেশি জাহাজ থেকে মেশিনারী পণ্য খালাস হচ্ছে বলেও জানান তিনি।

কমান্ডার শেখ ফখর উদ্দিন আরও বলেন, দুর্যোগ কেটে গেলে যথানিয়মে জাহাজ থেকে পণ্য খালাস শুরু হবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি