ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিংড়ায় শেখ রাসেল এর জন্মদিনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৭, ১৮ অক্টোবর ২০২১ | আপডেট: ১৭:০২, ১৮ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

নাটোরের সিংড়ায় শেখ রাসেল দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু সেবা দেয়া হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিয়াশ চার মাথা মোড় এলাকায় চলনবিল সেবা উন্নয়ন সংঘের আয়োজনে এই সেবা ফেওয়া হয়।

চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. ইব্রাহিম খলিলুল্লাহের তত্বাবধায়নে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। 

এই ফ্রি চক্ষু শিবিরে দিনভর প্রায় দেড়'শ রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়। এই ফ্রি চক্ষু সেবা কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংঘের পরিচালক বাবুল হোসেন, এলাকার সম্ভাব্য চেয়াম্যান প্রার্থী সিরাজুল মজিদ মামুন, শাহ আলম প্রমুখ।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি