ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেখ রাসেল এর জন্মদিনে ঠাকুরগাঁওয়ে খাবার বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৩৪, ১৮ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেল এর ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে হত দরিদ্র অসহায় পথ ও এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) নামের একটি সংস্থা এই খাবার বিতরণ করেছে। সোমবার দুপুরে সংস্থার কার্যালয়ে শতাধিক শিশুদের মাঝে উন্নতমানের এ খাবার বিতরণ করা হয়।

এ সময় রিক এর শাখা ব্যবস্থাপক ফেরদৌস ওয়াহেদ এর সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও শিশুদের মাঝে খাদ্য বিতরণ করেন, সদর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা শরিফুল ইসলাম। 

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রিক এর ক্রেডিট অফিসার ফারুক হোসেন, মিরাজুল ইসলাম, শাখা হিসাব কর্মকর্তা শামসুন্নাহার লিপিসহ অনেকে। বক্তাগণ বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন এবং বঙ্গবন্ধু ও শেখ রাসেলসহ সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি