ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ২

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৩, ১৯ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

নাটোর-রাজশাহী মহাসড়কে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে শহরের পিটিআই মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সদর উপজেলার দিয়ারভিটা গ্রামের সোহরাব হোসেনের ছেলে মোহম্মদ তারেক ও নিঙ্গল হোসেনের ছেলে রকিবুল ইসলাম।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাদাদ জানান, রাজশাহী থেকে নাটোর শহরের দিকে আসা একটি পিকআপের সাথে বিপরীত থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তারেক ও রকিবুল গুরুতর জখম হন। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে রকিবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে রকিবুল ইসলাম মারা যায়।

নিহত তারেকের মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি