ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে পিকআপ চাপায় অটোচালক নিহত, আহত ২

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৯, ১৯ অক্টোবর ২০২১

বাগেরহাটের কচুয়ায় পিকআপের চাপায় এক অটোচালক নিহত হয়েছেন। নিহতের নাম মহিদ ডাকুয়া(৪০)। সোমবার (১৮ অক্টোবর) গভীর রাতে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার দোবাড়িয়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

এসময় লিটু খান (৩০) এবং হাসান হাওলাদার (৩০) নামের ইজিবাইকের দুই যাত্রী আহত হয়েছেন। গুরুত্বর অবস্থায় আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত মহিদ ডাকুয়া কচুয়া উপজেলার পালপাড়া গ্রামের এশারাত ডাকুয়ার ছেলে। সে বাগেরহাট থেকে সাইনবোর্ড ও বাগেরহাট শহরে অটো চালাতেন। আহতদের বাড়ি বাগেরহাট শহরের সোনাতলা এলাকায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি ইজিবাইক চালখ মহিদ ডাকুয়া দুইজন যাত্রী নিয়েবাগেরহাটের দিকে যাচ্ছিলেন। দোবাড়িয়া নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা মাছ বোঝাই  একটি মিনি পিকআপের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইক চালক মহিদ ডাকুয়া মারা যায়। ইজিবাইকের দুই যাত্রী আহত হয়েছেন। পিকআপটি এখনও ঘটনাস্থলে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি