ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে আ.লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩১, ১৯ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

সম্প্রতি কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি জানিয়ে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে বেনাপোল পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে শোভাযাত্রাটি বেনাপোল ছোটআঁচড়া মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় হতে শোভাযাত্রাটি বেনাপোল বন্দর এবং বেনাপোল বাজার প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে বেনাপোল পৌর আওয়ামীলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নেয়।

শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সভায় রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ-আল-মামুন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, অসাম্প্রদায়িক শক্তির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হয়েছে, তাই সকল ষড়যন্ত্র প্রতিহত করে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জাতি-ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে ঘটে যাওয়া প্রত্যেকটি সাম্প্রদায়িক ঘটনা উগ্রবাদী গোষ্ঠী দ্বারা পরিচালিত, আর এর পিছনে ইন্ধন দাতা বিএনপি-জামাত। রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমেই এদেরকে প্রতিহত করতে হবে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি