নবাবগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা
প্রকাশিত : ২১:২১, ১৯ অক্টোবর ২০২১
দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা ফটক হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে সম্প্রীতি সমাবেশ করেন।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন ড. সাফিল উদ্দিন মিয়া, প্রকৌশলী আরিফুর রহমান সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলীমুর রহমান খান পিয়ারা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া, দেওয়ান তুহিনুর রহমান, শাহিন খান, মীর আরিফ হোসেন, এস এম সাইফুল ইসলাম, মোহাম্মদ রাশেদ খান, সুজন আহমেদ প্রমুখ।
একই দিন সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ঢাকার দোহারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের নির্দেশনায় দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলার বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদারের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কেআই//
আরও পড়ুন