ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কুমিল্লা ঘটনার ভিডিও ভাইরাল করা ফয়েজ দুদিনের রিমান্ডে

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৭, ২০ অক্টোবর ২০২১

ফয়েজ আহমেদ

ফয়েজ আহমেদ

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের পূজামণ্ডপের ঘটনা ভিডিও মোবাইলে ধারণ ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া ফয়েজ আহমেদকে (৪০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।

মঙ্গলবার কুমিল্লার ১নং আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নুসরাত জাহান এই রিমান্ড মঞ্জুর করেন। ফয়েজ আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে কুমিল্লার কোতোয়ালি থানা পুলিশ।

তাকে গত বুধবার (১৩ অক্টোবর) রাত ৮টায় গ্রেফতার করে কোতয়ালি থানা পুলিশ। তার বিরুদ্ধে পুলিশ বাদী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। ফয়েজ আহমেদ কুমিল্লা আদর্শ সদর উপজেলার রঘুরামপুর গ্রামের আবদুল করিমের ছেলে।

উল্লেখ্য. বুধবার কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে কোরআন শরিফ পাওয়ার ঘটনা ফেসবুক লাইভ করে ফয়েজ। এরপর উত্তাপ ছড়িয়ে পড়ে গোটা দেশে।

এদিকে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নতুন তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতার আসামীরা হলো- মাইনুদ্দিন, ইমরানুল হক এ্যাম্বু ও রাশেদ। এই তিনজনকে আদালতে নেয়া হলে ১নং আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নুসরাত জাহান উর্মি তাদের কারাগারে প্রেরণ করেন। 

এ নিয়ে এ ঘটনায় এজহারভুক্ত মোট ৪৭ জন গ্রেফতার হলো। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি